ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
মেহেরপুরে  সাংবাদিক জনির মুক্তির দাবিতে মানববন্ধন
জাহিদ মাহমুদ, মেহেরপুর

সাংবাদিক মিজানুর রহমান জনির বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির  মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত  মুক্তির দাবীতে মানববন্ধন করেছে মেহেরপুরের সাংবাদিকরা।

মঙ্গলবার বিকালে মেহেরপুর রিপোর্টর্স ক্লাবের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক মাহবুবুল হক পোলেন, আতিক স্বপন, কাজিমুল হক আনিক, রাশেদ খাঁন প্রমূখ

মানব বন্ধনে বক্তারা বলেন, এই ঘটনার সাথে সম্পৃক্ত বাদীই জানেনা মামলার আসামীদের অপরাধ। অথচ এই মামলায় সাংবাদিক জনির জামিন না হয়ে জেল হাজতে প্রেরণ দুঃখজনক। এই ঘটনার লাইভ ভৈরব নদের পাড়ের কিন্তু ঘটনা ঢাকা চাপা দিতে জেলা প্রসাশক ও জনপ্রসাশন প্রতিমন্ত্রীর আস্থাভাজন প্রফেসর হাসানুজ্জামান মালেকের মত সম্মানিত ব্যক্তিদের নাম ভাঙ্গিয়ে মরাগাং এর নাটক সাজিয়ে অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মিলন মেম্বার।

তদন্ত হওয়া দরকার কে এই মিলন মেম্বার, এর অবৈধ কর্মকান্ডের পেছনের শক্তি কারা। সেই সাথে মিজানুর রহমান জনির নামে মিথ্যামামলা প্রত্যাহার সহ নি:শর্ত মুক্তির দাবি জানায় সাংবাদিকরা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মিনারুল ইসলাম, জাহিদ মাহমুদ, লিটন মাহমুদ, রাব্বি আহমেদ,সেলিম, প্রিন্স আরিফ, সাইদ, সান, সোহান, সুরুজ, সজল, হিমেল, তানভির, শরিফ মাহমুদ মামুন, সাঈদ হোসেন

x