ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় দুই বেয়াইবাড়ির সংঘর্ষ ! নিহত ১ আটক ২
অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে আজ মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষের হামলায় জিহাদ মিয়া ওরফে জিয়া (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। ওই এলাকার ইব্রাহিম মিয়া ও মালু মিয়া নামে দুই বেয়াইয়ের মধ্যে দ্বন্দ্বে তিনি প্রাণ হারান।

নিহত জিহাদ ওই এলাকার মালেক মিয়ার ছেলে। তিনি ইব্রাহিমের বাড়িতে শ্রমিকের কাজ করতেন। এই ঘটনায় মালু মিয়াসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাশিনগরের ইব্রাহিম মিয়ার মেয়ে নিপা আক্তারের সঙ্গে বিয়ে হয় একই এলাকার মালু মিয়ার প্রবাসী ছেলে সেলিম মিয়ার। একটি জায়গা কেনাকে কেন্দ্র করে নিপার সঙ্গে তার স্বামীর মনোমালিন্য চলছিল। এ নিয়ে সোমবার সেলিমের সঙ্গে স্ত্রী নিপার মোবাইল ফোনে তর্কবিতর্ক হয়।

ইব্রাহিম মিয়া এ ঘটনাকে কেন্দ্র করে মালু মিয়ার বাড়িতে গিয়ে ‘শাসিয়ে’ আসেন। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করেন স্থানীয় লোকজন।

আজ মঙ্গলবার সকালে স্থানীয় বাজারে ইব্রাহিমের ছেলে হানিফকে পেয়ে মালু মিয়ার লোকজন হামলা করেন। এ নিয়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ইব্রাহিমের পক্ষের জিহাদ মিয়া ছুরিকাহত হলে তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেল সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজয়নগর থানার ওসি মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইব্রাহিম মিয়ার বেয়াই মালু মিয়াসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

x