ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
জেলা পুলিশ, মৌলভীবাজারের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
মাসুদ আলম চয়ন, মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলাকে মাদক ও  চোরাচালান মুক্ত করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আহমদের নির্দেশে শ্রীমঙ্গল থানা পুলিশ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন মঙ্গলবার (১৫ জুন) ভোর ৫টায় শ্রীমঙ্গল থানাধীন উপজেলার সাতগাঁও ইউনিয়নের লছনা বাজারে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো সুনামগঞ্জ জেলার ছাতক থানার পীরপুর দক্ষিণ পাড়া গ্রামের আনকার আলীর পুত্র জুয়েল আহমেদ (২১) ও একই এলাকার বড় বাড়ীর মকদ্দুস আলীর পুত্র সিএনজি অটো ড্রাইভার জমির আলী (৩২)।

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওঁৎ পেতে সিএনজি অটোরিক্সাটি আটক করে।পরে তল্লাসী করে তিনটি পোটলায় কসটেপ দিয়ে মোড়ানো ১২ কেজি গাঁজা উদ্ধার করেন যার বাজার মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা।

মৌলভীবাজার জেলাকে মাদক ও চোরাচালান মুক্ত রাখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, বলে জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আহমদ।

x