ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
পিতাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, সেই ছেলে গ্রেফতার
অনলাইন ডেস্ক

রংপুরের মিঠাপুকুরে ঘুমিয়ে থাকা বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে জীবন কুজুরকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটি বসতবাড়ি থেকে উদ্ধার করা হয়।

পীরগঞ্জ-মিঠাপুকুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান জানান, গত শুক্রবার (১১ জুন) দুপুরে ঘুমন্ত বাবা মোংলা কুজুরকে (৬০) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন ছেলে জীবন কুজুর। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আতুল কুজুর মাস্টার বাদী হয়ে জীবন কুজুরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর থেকে জীবন কুজুর পলাতক ছিলেন।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জীবন কুজুর হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

x