ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন
লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ গ্রেফতার ৮
মোঃশাহীন আলম লালমনিরহাট

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আট জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুন) দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুলের  মৃত্যু হয়। সাইফুল ইসলাম ওই গ্রামের সামছুল ইসলামের ছেলে।

শনিবার (১২জুন) দুপুরে উপজেলার মদাতী ইউনিয়নের কিশামত গ্রামে জমি দখল নিয়ে এ সংঘর্ষ বাধে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, উপজেলার মদাতী ইউনিয়নের কিশামত মদাতী গ্রামের সামছুল ইসলাম ও প্রতিবেশী আজগর আলী গংয়ের সঙ্গে জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ ছিল।

শনিবার (১২ জুন) দুপুরে সাইফুলের দখলে থাকা বিরোধপূর্ণ ওই জমি দখলে নিতে দলবল নিয়ে হামলা চালায় আজগর আলী গংরা। বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে সাইফুল ইসলাম নামে এক যুবকের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন,সেখানে  চিকিৎসাধীন অবস্থায়  তার মৃত্যু হয়  ।

এ ঘটনায় নিহতের বাবা সামছুল ইসলাম সোমবার বিকেলে ২৪ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় দুই দফায় পুলিশ আট জনকে গ্রেফতার করে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাত হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় আট জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। বাকিদেরও গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x