ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
জয়পুরহাটে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইয়াবা সহ আটক
নাহিদ,আখতার(জয়পুরহাট)

জয়পুরহাট সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুরু (৩৮) কে ৫ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (১৪ জুন) বিকেলে জয়পুরহাট শহরের বাটার মোড় এলাকায় তার দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।

আটককৃত,স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুরু জয়পুরহাট পৌর শহরের আড়াম নগর এলাকার কিনু মন্ডলের ছেলে এবং জয়পুরহাট সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সভাপতি।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক শাহাদত হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাটার মোড় এলাকায় বিকেল ৫ টার দিকে তার দোকানের সামনে তার প্যান্টের ডান পকেটে রাখা ৫ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

তার বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে।

 

বিষয়টি নিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পুরানাপৈল ইউনিয়ন চেয়ারম্যান খোরশেদ আলম সৈকতের সাথে কথা বললে তিনি জানান,নুরুকে আরও এক বছর আগে দলীয় সাংগঠনিক শৃংখলা ভঙ্গের দায়ে সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সে বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের কোন পদেও নেই বলে জেলার এই নেতা জানান।

 

 

x