দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার অন্যতম পৃষ্ঠপোষক আমেরিকা প্রবাসী, সাংবাদিক সৈয়দ গৌছুল হোসেন দেশে আগমন উপলক্ষে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার ১৪ জুন মৌলভীবাজার আর, এস, কায়রান মিনি চায়নিজ এন্ড রেস্টুরেন্টে মৌমাছি কন্ঠ পরিবারের আয়োজনে তাকে সংবর্ধনা দেওয়া হয়। তিনি সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের কদুপুর গ্রামের বাসিন্দা। সৈয়দ গৌছুল হোসেন দেশের একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে দীর্ঘ দিন যুক্তরাষ্ট্রে ছিলেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রতিষ্টানে যার সহযোগিতা ও অবদান রয়েছে। আমেরিকাতে থেকেও সাংবাদিকতার সাথে তিনি নিভীর ভাবে জড়িয়ে আছেন।
দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে মৌলভীবাজার ও মৌমাছি কন্ঠ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মৌমাছি কন্ঠের পৃষ্ঠপোষক ও মোহনা টিভির প্রতিনিধি এডভোকেট রাধা পদ দেব সজল। এ সময় বক্তব্য রাখেন মৌমাছি কন্ঠ পত্রিকার ডিরেক্টর ডা: এ কে এম জিল্লুল হক, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডিবিসি প্রতিনিধি পান্না দত্ত, মৌলভীবাজার পৌরসভার কমিশনার ও সাংবাদিক পার্থ সারথী পাল, এডভোকেট অলিউর রহমান, এডভোকেট আলতাফুর রহমান সুমন, মুক্ত বার্তার সম্পাদক শাহাবউদ্দিন আহমদ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো: জাফর ইকবাল, সাধারণ সম্পাদক ও দূর্নীতিমূক্ত করণ বাংলাদেশ ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ, দিপ্ত নিউজের সম্পাদক দুরুদ আহমেদ, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোটার রিপন দে, মৌলভীবাজার ওয়ালটন গ্রুপের সিনিয়র উপ-সহকারী পরিচালক মো: মঞ্জুরুল ইসলাম, এনটিভি (ইউরোপ) মৌলভীবাজার প্রতিনিধি তানভীর আঞ্জুম আরিফ,
দূর্নীতিমূক্ত করণ বাংলাদেশ ফোরাম এর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার, টাইম নিউজ ডটকম এর সম্পাদক বিকাশ দাশ, সাংবাদিক পাপ্পু আহমদ, মৌমাছি কন্ঠ পত্রিকার সহ-বার্তা সম্পাদক সাকের আহমেদ, সহ-বার্তা সম্পাদক বিশ্বজিৎ কর, টিপু সুলতান, রাহাত আহমদ শিপন, অফিস সহকারী মুন্না হোসেন।