ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ঢাকা বোট ক্লাবের নির্বাহী কমিটি থেকে নাসিরকে বহিষ্কার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ঢাকা বোট ক্লাবের কার্য নির্বাহী কমিটি থেকে নাসির ইউ মাহমুদকে বহিষ্কার করেছে। সদস্যপদ স্থগিত করা হয়েছে মোট তিন জনের।

ক্লাবটির সচিব অবসরপ্রাপ্ত লে. কমান্ডার মো. তাহ্সিন আমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এবং নাসির ইউ মাহমুদকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।’

ঘটনাটি তদন্ত করতে একটি কমিটি গঠনের কথাও জানানো হয় বিবৃতিতে। যাদের সদস্যপদ স্থগিত করা হয়েছে তারা হলেন—নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শাহ এস আলম।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আজ বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির ভার্চুয়াল সভায় নাসিরকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। কমিটির সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিটির আরও আট সদস্য উপস্থিত ছিলেন। ক্লাবের উপদেষ্টা রুবেল আজিজও সভায় অংশ নেন।’

বিবৃতিতে বলা হয়, ‘নাসির ইউ মাহমুদ ক্লাবের নিয়ম না মেনে নির্ধারিত সময়ের বাইরে অতিথিকে ক্লাবের ভিতরে নিয়ে এসেছিলেন। যা ক্লাবের নিয়ম শৃঙ্খলার পরিপন্থী।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *