খুলনার পাইকগাছায় স্কুল পড়–য়া এক মেয়েকে উত্যাক্ত করার অপরাধে ভ্রাম্যমান আদালত এক যুবককে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছে। কারাদন্ডপ্রাপ্ত যুবক রিংকু হোসেন (২০) উপজেলার মালথ গ্রামের শেখ কবির হোসেনের ছেলে। আদালত সুত্রে জানা গেছে, রিংকু পার্শ্ববর্তী রাড়–লী ইউনিয়নের শ্রীকণ্ঠপুর গ্রামের জনৈক এক ব্যক্তির ১০ শ্রেণি পড়–য়া মেয়েকে দীর্ঘদিন যাবত উত্যাক্ত করে আসছিল।
এমন অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী থানা পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় রবিবার রাত ৯টার দিকে যুবক রিংকু হোসেনকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।