ঢাকা, বুধবার ০৮ মে ২০২৪, ০২:২০ অপরাহ্ন
দিনাজপুর চেম্বারের (শামীম)পরিষদের বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা
জাহিদ হাসান অন্তর দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে সদ্য নবনির্বাচিত রেজা হুমায়ুন ফারুক চৌধুরী (শামীম) পরিষদ‘র বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন জানিয়েছে পরিবেশক সমিতি দিনাজপুর।

১৪ জুন সোমবার বিকেলে স্থানীয় মালদহপট্টি বা ারামপুল হৃদয় বেকারী কমপ্লেক্সে পরিবেশক সমিতি দিনাজপুর‘র আয়োজনে সদ্য নবনির্বাচিত দিনাজপুর চেম্বারের রেজা হুমায়ুন ফারুক চৌধুরী(শামীম) পরিষদের বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানান পরিবেশক সমিতি দিনাজপুরের নেতৃবৃন্দ।

দিনাজপুর চেম্বারের নবনির্বাচিত সভাপতি রেজা হুমায়ুন ফারুক শামীম চৌধুরীসহ নির্বাচতরা সৌজন্য সাক্ষাতে গেলে পরিবেশক সমিতি দিনাজপুরের নেতৃবৃন্দ তাদের ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা সফরে সংক্ষপ্তি বক্তব্যে নবনির্বাচিত সভাপতি রেজা শামীম চেীধুরী বলেন, আমরা দিনাজপুরের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, প্রসার ও ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাবো। তিনি আরো বলেন, জেলার সাধারণ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানেও আমরা কাজ করবো,কোনো কিছুর প্রয়োজন হলে আপনারা আামাদের জানাবেন। এসময় পরিবেশক সমিতি দিনাজপুরের নেতৃবৃন্দ চেম্বারের নবনির্বাচিত কমিটির সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন। ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন,পরিবশেক সমিতি দিনাজপুর‘র সভাপতি রেজোয়ান হোসেন চৌধুরী রানা,সিনিয়র সহ-সভাপতি এমএ মামুন বিপ্লব,সা:সম্পাদক মো: শামীম কবির,যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইকবাল,সাংগঠনিক সম্পাদক মো: সামিউল্লাহ জুয়েল,কোষাধ্যক্ষ মো: আব্দুস সালাম,প্রচার সম্পাদক সাঈদ আজমির উল ইসলাম সুজন,ক্রীড়া ও সাংস্কৃতিক মো: রিপন,কার্য্যনির্বাহী সদস্য একেএম হাসানুর রহমান সোহাগসহ অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গত ১২ জুন শনিবার দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক (২০২১-২০২২ ও ২০২২-২০২৩) সালের নির্বাচনে ১৮টি পদের মধ্যে রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম পরিষদ ১৫টি পদে ও রফিকুল ইসলাম পরিষদ ৩টি পদে নির্বাচিত হয়। শামীম পরিষদের নির্বাচিত প্রার্থীরা হলেন-রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, মোঃ জর্জিস আনাম, সুজা উর রব চৌধুরী, মোঃ মোছাদ্দেক হুসেন, মোঃ শামীম কবির, আলহাজ¦ সৈয়দ সাগির আহম্মেদ, প্রতাপ কুমার সাহা পানু, মোঃ আখতারুজ্জামান জুয়েল, সাহেদ রিয়াজ পিম, রাহবার কবির পিয়াল, আলহাজ¦ মোঃ মোফাজ্জল হোসেন, জহির শাহ্, মোঃ জহির খান ও মোঃ সানোয়ার হোসেন। আর রফিকুল ইসলাম পরিষদের বিজয়ী ৩ জন প্রার্থীরা হলেন-সহিদুর রহমান পাটোয়ারী মোহন, মানবেন্দ্র দাস মনোজ ও মোঃ মোকাররম হোসেন।

Leave a Reply

Your email address will not be published.

x