করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দিনাজপুর সদর উপজেলাকে ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৫ জুন) থেকে এই লকডাউন কার্যকর করা হবে। রবিবার (১৩ জুন) রাত ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি স্বাক্ষরিত এক চিঠিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।
সেখানে বলা হয়, মঙ্গলবার সকাল ৬টা থেকে জরুরি পরিসেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া খাবার ও ওষুধের দোকান ছাড়া সকল প্রকার দোকান ও শপিংমল বন্ধ থাকবে।
এদিকে সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বলেন, গত ৪৮ ঘণ্টায় দিনাজপুরে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩ জন, বিরামপুরে ২ জন, ২৪ ঘণ্টায় ১৪০টি নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে সদরে ২৭ জন।
করোনা শনাক্তের হার ৩২.১৪ শতাংশ। জেলায় এ পর্যন্ত ৬ হাজার ২৭১ জন করোনা পজিটিভ হয়েছেন। ৫ হাজার ৬৪৫ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১৪৩ জন। যার মধ্যে গত ১৩ দিনে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদরেই ৮ জন।