ঢাকা, শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন
সরকারদলীয় সাংসদ আসলামুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
Reporter Name

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ১২টার দিকে এমপি আসলামুলের মৃত্যু হয়।

জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিষয়টি জানিয়েছেন। তিনি আসলামুল হকের শোক সংবাদটি সংসদ সদস্যদের পড়ে শোনান।

প্রধানমন্ত্রী বলেন: গতকালও তিনি সংসদে ছিলেন, আজকে নেই। এটাই বাস্তবতা। এই সংসদের কতজনকেই আমরা হারালাম। তার মত্যুতে শোক প্রকাশ করছি।

x