ঢাকা, শুক্রবার ০৩ মে ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন
সোমবার থেকে লকডাউনে যতক্ষণ খোলা থাকবে কাঁচাবাজার
Reporter Name

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামীকাল সোমবার থেকে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে দেওয়া নির্দেশনাগুলোর মধ্যে একটিতে বলা হয়েছে, লকডাউনে কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে এই দ্রব্যাদি ক্রয়-বিক্রয় করা যাবে। এ বিষয়টি বাজার কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসন নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ সময়ের শপিং মলসহ অন্যান্য দোকানসমূহ বন্ধ থাকবে। খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় কেবল খাদ্য বিক্রয় ও সরবরাহ করা যাবে। কোনো অবস্থাতেই হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার খাওয়া যাবে না।এ ছাড়া আরও বলা হয়েছে, সোমবার ভোর ছয়টা থেকে থেকে আগামী রোববার রাত ১২ টা পর্যন্ত জরুরি সেবা ছাড়া সব বন্ধ থাকবে। জরুরি সেবার মধ্যে- পণ্যপরিবহন, জ্বালানি, ওষুধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টসসামগ্রী আওতাভুক্ত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

x