ঢাকা, সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০২ অপরাহ্ন
মালয়েশিয়ায় লকডাউন বাড়লো আরো দুই সপ্তাহ
অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় ফের বাড়লো লকডাউনের সময়। আন্দোলন নিয়ন্ত্রণ আদেশ (এমসিও ৩.০) ১৫ জুন থেকে ২৮ জুন পর্যন্ত আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে দেশটির সিনিয়র সুরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব বলেছেন, দৈনিক কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা এখনও পাঁচ হাজারেরও বেশি সংক্রমিত।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের সভাপতিত্বে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) পরামর্শের ভিত্তিতে জাতীয় সুরক্ষা কাউন্সিলের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে মালয়েশিয়ায় একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৮৪ জন। এ নিয়ে দেশটিতে প্রাণ হারিয়েছেন মোট ৩ হাজার ৭৬৮ জন। একদিনে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৪৯ জন। মোট আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৪১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৩ হাজার ৭৭৯ জন।

Leave a Reply

Your email address will not be published.

x