ঢাকা, সোমবার ২৩ জুন ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
ছাগলনাইয়ায় নদী থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
পেয়ার আহাম্মদ চৌধুরী

ফেনীর ছাগলনাইয়া’র শুভপুরের চম্পক নগর গ্রামে নদীতে আঞ্জু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে পেশায় একজন কৃষক।

শুক্রবার(১১ জুন) সকালে ফেনী নদীর মহারাজগন্জের অং‌শে নদীতে ভাসমান অবস্থায় একটি মৃত‌দেহ দেখতে পায় স্হানীয়রা। পরে পু‌লিশ এ‌সে লাশ উদ্ধা‌র ক‌রে স্বজ‌নের সাথে যোগা‌যোগ।

জানা যায়, গতকাল বৃহস্প‌তিবার বাড়ি থেকে বাঁশ কাটার উদ্দেশ্যে, চম্পকনগর ভারত সীমান্তে জঙ্গলে যায়। তারপর থে‌কে নি‌খোঁজ হয়। পরিবারের লোকজন সারাদিন  অনেক খুঁজাখুঁজি করেও কোন খোঁজ পায়নি। আজ সকালে শুভপুর ব্রীজের পশ্চিমে ফেনী নদীতে তার মৃতদেহ ভেসে উঠে।

ছাগলনাইয়া থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

x