যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম বিচারক হিসেবে ফেডারেল বেঞ্চে জাহিদ কুরাইশির নিয়োগ অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। বৃহস্পতিবার (১০ জুন) আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত বিচারপতি জাহিদ কুরাইশির নিয়োগ মার্কিন সিনেটে ডেমোক্রেট ও রিপাবলিকানদের বিপুল সমর্থনে অনুমোদন পায়।
রয়টার্সের খবরে বলা হয়, বৃহস্পতিবার তার নিয়োগটি সিনেটে উত্থাপিত হয়। সিনেটে তার নিয়োগের সুপারিশ করেন নিউ জার্সির সিনেটর কোরে বুকার। ডেমোক্রেট নিয়ন্ত্রিত সিনেটে ৮১-১৬ ভোটের ব্যবধানে তার নিয়োগটি অনুমোদন পায়।
পাকিস্তানি বংশোদ্ভূত এবং ফেডারেল ও সেনাবাহিনীর সাবেক এক বিচারকের সন্তান কুরাইশি। ২০১৯ সালে নিউ জার্সির ম্যাজেস্ট্রেট হিসেবে নিয়োগ পাওয়ার আগে সেখানকার ফৌজদারি আইনজীবী হিসেবে কাজ করেছেন ‘রিকার ড্যানজিগ শেরার হাইল্যান্ড অ্যান্ড পেরেত্তি’ ল ফার্মে।
বৃহস্পতিবার ৪৬ বছর বয়েসে ফেডারেল বেঞ্চের বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন তিনি।
Leave a Reply