রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ওমর ফারুক নামে এক শিক্ষার্থী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন।
ওমর ফারুকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি ড. জাহিদ হোসেন। তার বাড়ি নওগাঁ জেলায় আত্রাই উপজেলার জয়নাথপুরে বলে জানা গেছে।
জানা গেছে, আজ বৃস্পতিবার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুত স্পৃষ্ট হোন। পরে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিভাগের সভাপতি ড. জাহিদ হোসেন বলেন, বিষয়টা আমি দুপুর ২টার দিকে জানতে পারলাম। তার মৃত্যুতে বিভাগ একজন মেধাবী শিক্ষার্থীকে হারালো। এমন দূর্ঘটনায় মৃত্যু খুবই দুঃখজনক। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।