ঢাকা, সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন
এরশাদের মৃত্যুবার্ষিকীতে উপ-নির্বাচন পেছানোয় ইসিকে জাপার ধন্যবাদ
অনলাইন ডেস্ক

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে তিন আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণ করার সিদ্ধান্ত পরিবর্তন করায় নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

বৃহস্পতিবার (১০ জুন) দেয়া এক চিঠিতে জাপা চেয়ারম্যান বলেন, ১৪ জুলাই দিনটি জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ দেশের লাখো মানুষের কাছে অত্যন্ত বেদনাবিধুর ও আবেগঘন দিন। এ দিনে জাতীয় পার্টি সাবেক চেয়ারম্যানের জীবন নিয়ে আলোচনা, মিলাদ ও খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। তাই এ দিনে নির্বাচনে অংশ নেয়া জাতীয় পার্টির জন্য দূরূহ হয়ে পড়তো। নির্বাচন কমিশন ১৪ জুলাইয়ের পরিবর্তে ২৮ জুলাই ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে পল্লীবন্ধুর প্রতি সম্মান দেখিয়েছে।’

চিঠিতে তিনি প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গত ২ জুন নির্বাচন কমিশনের এক সভায় ১৪ জুলাই ঢাকা-১৪, কুমিল্লা-৫ এবং সিলেট-৩ শুন্য আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে ১৪ জুলাই নির্বাচন না করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায় জাপা।

একই দাবিতে ৮ জুন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে স্মারকলিপি দেয়।

বৃহস্পতিবার ইসির এক সভায় ১৪ জুলাইয়ের পরিবর্তে ২৮ জুলাই তিন শুন্য আসনে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

One response to “এরশাদের মৃত্যুবার্ষিকীতে উপ-নির্বাচন পেছানোয় ইসিকে জাপার ধন্যবাদ”

  1. … [Trackback]

    […] Here you can find 71049 additional Information to that Topic: doinikdak.com/news/24213 […]

Leave a Reply

Your email address will not be published.

x