যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারলি সায়মন্ডস (কিউএস) প্রতিবছরই বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করে থাকে। সংস্থাটির ওয়েবসাইটে ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস–২০২২’ শীর্ষক বিশ্বসেরা ১ হাজার ৩০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে।
গত বছরের মতো এবারও কিউএস র্যাঙ্কিংয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জায়গা হয়েছে। এই দুই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৮০১-১০০০তমের মধ্যে। এ নিয়ে টানা চারবার কিউএস র্যাঙ্কিংয়ে ৮০১-১০০০তমের মধ্যে জায়গা করে নিল বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো স্থান হয়নি উক্ত তালিকায়৷ তবে এবার দেশের দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রথমবারের মতো স্থান করে নিয়েছে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। তালিকায় বিশ্ববিদ্যালয় দুটির অবস্থান ১০০১-১২০০–এর মধ্যে।
র্যাঙ্কিংয়ের মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠানটি অ্যাকাডেমিক পরিচিতি, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, গবেষণা উদ্ধৃতি, আন্তর্জাতিক শিক্ষক অনুপাত ও আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত ইত্যাদি বিবেচনায় রাখে। সেক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান একেবারে তলানিতে ৷ অধিকাংশ শিক্ষকেরা এখানে আসে চাকরি আর রাজনীতি করতে, একই ধারায় শিক্ষার্থীরা আসে রাজনীতি ও চাকরির জন্য সনদ নিতে ৷ যা উচ্চশিক্ষার মানদন্ডে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে দেশ ও জাতির জন্য লজ্জাজনক ৷
তালিকায় বিশ্বের সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় এশিয়ার ২৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে। শীর্ষ ৫০০ টির তালিকায় রয়েছে ভারতের আটটি ও পাকিস্তানের তিনটি বিশ্ববিদ্যালয়ও।
তালিকায় গত দশ বছর ধরে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। ২০২২ সালের তালিকায় ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ ও হার্ভাড ইউনিভার্সিটি রয়েছে শীর্ষ পাঁচে।
বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের কয়েকটি তালিকার একটি কিউএস ইউনিভার্সিটি র্যাঙ্কিং। একাডেমিক র্যাঙ্কিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস এবং টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংও তালিকা প্রকাশ করে। প্রতিবছর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করে কিউএস।
… [Trackback]
[…] Read More Info here to that Topic: doinikdak.com/news/24124 […]