আন্তঃজেলা নারী ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৯ জুন) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা ফাঁড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। তারা একাধিক মাদক মামলার আসামি বলে পুলিশ জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন—সুজিনা বেগম (৪৪), জয়তারা বেগম (৪০), হাফিজা আক্তার (২৪) ও খাদিজা বেগম (৪০), হাফিজা বেগম (২২) ও সুমি আক্তার (৩০)।
দেওহাটা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন জানান, বুধবার সকালে গোড়াই ক্যাডেট কলেজ এলাকা থেকে এক দম্পতি লেগুনায় করে দেওহাটা বাস স্টেশনে যাচ্ছিলেন। ওই লেগুনায় যাত্রীবেসে ছিনতাইকারী চক্রের ওই সদস্যরা পরিকল্পিতভাবে তাদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু করেন। একপর্যায় তারা কৌশলে যাত্রী রেজিয়া বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী নারী চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ওই ছয় নারী ছিনতাইকারীকে আটক করে দেওহাটা ফাঁড়ি পুলিশকে খবর দেয়। পরে দেওহাটা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে। পরে পুলিশ খোঁজ-খবর নিয়ে ও তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, তারা নারী ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক ও ছিনতাই মামলা রয়েছে।
দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও এই মামলার তদন্ত কর্মকর্তা মো. আইয়ুব হোসেন জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানান।
… [Trackback]
[…] Find More Info here to that Topic: doinikdak.com/news/23974 […]
… [Trackback]
[…] There you will find 99401 more Information to that Topic: doinikdak.com/news/23974 […]