ঢাকা, সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন
সিলেট-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি’র মনোনয়ন পেলেন আতিক
আবুল কাশেম রুমন,সিলেট

সিলেট-৩আসনের উপনির্বাচনে জাতীয়পার্টির মনোনয়ন পেয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিক। (৯ জুন)  বুধবার বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় মিলনায়তনে পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় পার্টির আগ্রহী প্রার্থীদের সাক্ষাতকার শেষে মনোনীত প্রার্থীদের তালিকায় মোহাম্মদ আতিকুর রহমান আতিক এর নাম ঘোষণা করা হয়েছে

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব (সিলেট বিভাগ) এটিইউ তাজ রহমান, অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) লিয়াকত হোসেন খোকা এমপি।

সিলেট-৩ আসনের উপনির্বাচনে জাতীয়পার্টির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় ছিলেন, আলহাজ্ব আতিকুর রহমান আতিক, ইশরাকুল হোসেন শামীম, আহসান হাবিব মঈন, উসমান আলী, আব্দুর রহিম, নজরুল ইসলাম বাবুল, গিয়াস উদ্দিন, আব্দুল্লাহ সিদ্দিকী, আব্দুল মালেক খানসহ ১১জন। বুধবার অনুষ্ঠিত সাক্ষাতকার বোর্ডে ১০জন প্রার্থী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিক কে মনোনয়ন প্রদান করেন মনোনয়ন বোর্ড।

আতিকুর রহমান আতিক ১৯৮৪ সাল থেকে সিলেট-৩ আসনের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ সংসদীয় এলাকার জনগণের সেবায় নিয়োজিত আছেন। এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানসহ স্কুল, কলেজ, রাস্তাঘাট, খেলাধুলা সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজে জনগণের সেবক হিসাবে কাজ করে যাচ্ছেন। “করোনা মহামারি দুর্যোগের” শুরু থেকে তিনি সিলেট-৩ আসনের কয়েক হাজার পরিবারে খাদ্য সামগ্র বিতরণ করেছেন। শীতবস্ত্র বিতরণ করেছেন। পুরো রমজান মাস আতিকের পক্ষে জাপার নেতাকর্মীরা বিভিন্ন সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে ছিলেন। আতিকুর রহমান আতিকও ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন পুরো নির্বাচনী এলাকায় প্রশংসা লাভ করেছেন।

One response to “সিলেট-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি’র মনোনয়ন পেলেন আতিক”

  1. 뉴토끼 says:

    … [Trackback]

    […] Here you can find 70352 more Info to that Topic: doinikdak.com/news/23926 […]

Leave a Reply

Your email address will not be published.

x