গাজীপুরের শ্রীপুরে বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি) প্রকল্পের আওতায় ২০জন নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ও ও ১৭ জন মেধাবী গরীব শিক্ষার্থীদেরকে বাইসাইকেল উপহার দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার সকালে উপজেলা ক্ষনিকা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা মোস্তারীর সভাপতিত্বে আলোচনা সভার পর শিক্ষার্থীদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড. সামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।