ঢাকা, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১১:৩২ অপরাহ্ন
ট্রেনের টিকিট কালোবাজারি, জয়পুরহাটে আটক ৫
জ়য়পুরহাট প্রতিনিধি

ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে জয়পুরহাটে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজনকে আটক করেছে ।

বুধবার (৯ জুন) বিকেলে শহরের রেলস্টেশন এলাকা থেকে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রির সময় তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন-জয়পুরহাট পৌর শহরের শান্তিনগর মহল্লার মৃত মোবারক আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৫), আদর্শপাড়া মহল্লার আব্দুল হামিদের ছেলে আব্দুল মমিন (৩২), তেঘর মহল্লার আব্দুল ওহাবের ছেলে রাকিবুল হাসান (২৪), সগুনা মহল্লার আসলাম হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৬) ও সবুজ নগর মহল্লার মোসলেম হোসেনের ছেলে মশিউর রহমান (৪২)।

জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, আটকরা দীর্ঘদিন থেকে বিভিন্ন ভুয়া জাতীয়পত্র ব্যবহার করে অনলাইনে কাউন্টারের টিকিট দ্বিগুণ দামে বিক্রি করে আসছিলেন। রেলস্টেশন এলাকায় কালোবাজারে টিকিট বেচাকেনা হচ্ছে খবর পেয়ে অভিযান চালিয়ে ট্রেনের ৪২ টিকিটসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

One response to “ট্রেনের টিকিট কালোবাজারি, জয়পুরহাটে আটক ৫”

  1. … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/23910 […]

Leave a Reply

Your email address will not be published.

x