ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
লকডাউনের কারণে শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা স্থগিত
Reporter Name

লকডাউনের কারণে চলমান ১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা রোববার থেকে স্থগিত করা হয়েছে। লকডাউন যতদিন থাকবে ততদিন এ পরীক্ষা বন্ধ থাকবে। তবে শনিবার পূর্বঘোষিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ড. এটিএম মাহবুব-উল করিম শনিবার এ তথ্য জানান। তিনি বলেন, লকডাউনের কারণে শিক্ষক নিবন্ধনের অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার দুপুরে বৈঠক ডাকা হয়েছে।

গত নভেম্বরে ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ২২ হাজার ৩৯৮ জন উত্তীর্ণ হন। গত ২ ডিসেম্বর থেকে তাদের মৌখিক পরীক্ষা শুরু হয়। চলতি মাসের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ করে মে মাসের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা কথা রয়েছে। তবে লকডাউন দীর্ঘায়িত হলে তা পিছিয়ে যেতে পারে।

x