খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর ফাইনালে পাইকগাছা পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার সকাল ১০ টায় সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে পৌরসভা বনাম চাঁদখালী ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে কোন পক্ষ গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে পৌরসভার পক্ষে সুজনের কর্ণার কিকে বলে শান্ত হেড দিয়ে গোল করে। ফলে শান্ত’র করা একমাত্র গোলে চাঁদখালীকে ১-০ ব্যবধানে পরাজিত করে পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ শাহরিয়ার হক, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার রেজায়েত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রনজু, এসএম তৈয়েবুর রহমান, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপক শেখ জাহিদুজ্জামান, কাউন্সিলর ইমরান সরদার ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। খেলা পরিচালনা করেন, মিনারুল ইসলাম, তুষার কান্তি মন্ডল, মফিজুল ইসলাম, আজিজুর রহমান, রমজান, মঞ্জুরুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন, নূরুজ্জামান টিটু। সার্বিক সহযোগিতায় ছিল, জামিলুর রহমান রানা, দেবাশীষ সানা, কেষ্টপদ মন্ডল, বাচ্চু লোহানী ও আশরাফুজ্জামান টুটুল। উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করার পাশাপাশি ১০ ও ৭ হাজার টাকার প্রাইজ মানি প্রদান করা হয়