তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলামকে বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়েছে। ৬ জুন রবিবার দুপুর ১ টায় অনুষ্ঠানের শুরুতে কলেজ রোভারের আয়োজনে অতিথি ও শিক্ষকমন্ডলী “সবুজ ক্যাম্পাস” পরিদর্শনের অংশ হিসেবে কলেজের আইসিটি ভবন সম্মুখে ফলদ বৃক্ষ রোপণ করে। বৃক্ষ মানুষের পরম বন্ধু। মানুষ জীবনযাপনে বৃক্ষের ওপর নির্ভরশীল।
সবুজ বৃক্ষ আবহাওয়ার ভারসাম্য রক্ষা করে পরিবেশে-কে সুস্থ রাখে।সবুজ বৃক্ষ শুরুমাত্র পরিবেশকে রক্ষা করে না,দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। বৃক্ষের ফল দেশের মানুষের পুষ্টির অভাব পূরণ করে এবং তার কাঠ গৃহনির্মাণ, আসবাবপত্র তৈরি ইত্যাদি বিভিন্ন কাজে ব্যবহার হয়।
মিলনায়তনে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফরহাদ আহমেদ এর সভাপতিত্বে এবং শিক্ষক পরিষদের সম্পাদক হিরন্ময় দেব এর উপস্থাপনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – কলেজ প্রতিষ্ঠাতা ও জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। এ সময় আর বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মুয়াজ্জিন হোসেন, নাছরিন পপিসহ মোহাঃ আব্দুল হাই, প্রভাষক মুজিবুর রহমান প্রমুখ।