ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫, ০১:২২ অপরাহ্ন
মৌলভীবাজারে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৫, গ্রেফতার ৬
মাসুদ আলম চয়ন,মৌলভীবাজার
মৌলভীবাজারে কিশোর গ্যাংয়ের অপরাধ বেড়ে গেছে। প্রতিদিনই কিশোর গ্যাংয়ের ছোটখাটো অপরাধ ঘটছে। বিষয়গুলো কেউ লুকিয়ে রাখছেন। আবার অনেক ঘটনা সামাজিক ভাবে সমাধান হচ্ছে। থানা পুলিশকে অনেক ঘটনা জানানো হচ্ছে না। কিশোর গ্যাংরা মটর সাইকেল ধাপিয়ে একপ্রান্ত থেকে অন্য প্রান্তে নিরভিগ্নে অপরাধ চালাচ্ছে। যে কারণে কিশোর গ্যাংক অপরাধ ক্রমান্নয়ে শহর ও জেলার বিভিন্ন প্রান্তে বৃদ্ধি পাচ্ছে।
সম্প্রতি এ ধরনের একটি কিশোর গ্যাংয়ের ঘটনায় আহত হয়েছে ৫ জন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ৬ জনকে আটক করেছে। শুক্রবার ৪ জুন সন্ধ্যা ৭টার দিকে শহরের বেড়ীরপার (গোবিন্দশ্রী) এলাকায় ঘটনা ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাং এর বেশ কয়েকজন অবস্থান নেয়। একটু পর কিশোর দুলাল হাসান নিরব দোকানে ছিলেন। এসময় হঠাৎ করেই সন্ত্রাসীরা দুলালের উপর হামলা চালালে সে জীবন বাঁচাতে দৌড়ে ঘরের ভেতর প্রবেশ করে।সেখানে তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে কিশোর গ্যাংয়ের সদস্যরা।তার চিৎকার শোনে অন্য ৪ জন এগিয়ে এলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদেরকেও আহত করে।
আহতরা হলেন, পূর্ব গোবিন্দশ্রী এলাকার তৈয়্যব উল্লাহর ছেলে ব্যবসায়ী দুলাল হাসান নিরব, একই এলাকার মৃত কয়েছ উল্লাহ এর ছেলে মুন্না আহমেদ, মোবারক মিয়ার ছেলে মুন্না আহমেদ, মৃত কয়েছ উল্লাহর ছেলে মান্না আহমেদ, শিপার মিয়ার ছেলে সৌরভ আহমেদ।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে দুলাল হাসান নিরব ও সৌরভ আহমেদ এর অবস্থা গুরুতর হওয়ায় সিলেট এম এজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় সদর মডেল থানায় একটি মামলা হয়েছে। ঘটনায় জড়িত ৬ জনকে আটক করেছে পুলিশ। বাকীদের গ্রেফতারে অভিযান অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ সুপার।
x