মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে স্টেডিয়াম মাঠে মেহেরপুর জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব “১৭” উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বেলুন উড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব “১৭” উদ্বোধন করেন।
এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) হাফিজ-আল-আসাদ, ( রাজস্ব) তুষার কান্তি পাল,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন,গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম,গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম,জেলা আনসার কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহী, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রমূখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বেলুন উড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব “১৭” উদ্বোধন করেন।
Leave a Reply