ঢাকা, মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন
মৌলভীবাজারে মোটরবাইক চালকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ
উবায়েদুর রহমান, মৌলভীবাজার

মৌলভীবাজারে শহরে বেড়েছে বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রবণতা। ট্রাফিক আইন অমান্য বিনা হেলমেটে  পুরো জেলায় মোটরসাইকেলে দাঁপিয়ে বেড়ানোটা যেন সবার কাছে এক প্রকার ট্রেন্ডে পরিণত হয়েছে। অনেকে আবার সাইলেন্সারে পট পট বিকট আওায়াজ লাগিয়ে বাইক চালান, যার শব্দে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে, তা ছাড়া  অনেকে আবার  সাইকেলে পুলিশের সাইরেন লাগিয়ে শহরে কি গ্রামে দাপিয়ে বেড়ায়। আর এই সব কারনে বেপরোয়া মোটর সাইকেল চালানো বন্ধে এবার মৌলভীবাজারে কঠোরভাবে মাঠে নেমেছে জেলা পুলিশ।

শনিবার (৫ই জুন) সন্ধ্যায় মৌলভীবাজার শহরে অভিযান চালিয়ে শতাধিক মোটরসাইকেল আটক করে ট্রাফিক পুলিশ বাহিনী। অপরাধের ধরন অনুযায়ী দেয়া হয়েছে মামলাও।

এদিকে জানা গেছে, আটককৃত অধিকাংশই  কিশোর, ভিবিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং প্রবাসীদের সন্তান। তাদের অধিকাংশের মোটর বাইকের রেজিষ্ট্রেশন পাওয়া যায়নি। আবার তাদের অনেকেরই ছিল না ড্রাইভিং লাইসেন্স।

পুলিশ জানায়, ২০২১ সালের প্রথম ৪ মাসে জেলায় মোটর সাইকেলের রেজিষ্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেমলেট না থাকায় ২শ’ ৮৪টি মামলা দেয়া হয়েছে। এর মধ্যে জানুয়ারী মাসে ৬৪টি, ফেব্রুয়ারী মাসে ৭৯টি, মার্চ মাসে ৯৫টি ও এপ্রিল মাসে ৪৬টি মামলা দেয়া হয়।

জেলা পুলিশ সূত্র বলছে, নিয়ন্ত্রণহীন গতিতে যানবাহন চালানো এবং অদক্ষ চালকের কারণে প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনা বাড়ছে। জেলায় ২০২০ সালে সড়ক দূর্ঘটনায় ১১ জন এবং ২০২১ সালের এপ্রিল পর্যন্ত ৭জন লোক মারা গেছেন। কিশোরেরা জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় বিভিন্ন রাস্থার মুড়ে জড়ো হয়ে প্রতিযোগীতা করে মোটর সাইকেল চালায়। যাদের বেশির ভাগ এরই কাগজপত্র নেই।

সচেতন মহল বলছেন, উঠতি বয়সী কিশোরেরা এমনভাবে গাড়ি চালায় তাদের গাড়ির শব্দ এবং দ্রুতগতির বেপরোয়া চালানো দেখে অনেকেই অবাক  । তারা সেই যানজটের ভেতর দিয়েও ট্রাফিক নিয়ম না মেনে বেপরোয়াভাবে মটর সাইকেল চালিয়ে থাকেন। তাদের কারণে রাস্তায় আরো বেশি যানজটের সৃষ্টি হয়।

এ ব্যপারে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, উঠতি বয়সী এসব তরুণদের বেপরোয়া সাইকেল চালানোর কারনে জেলায় অনেক দুর্ঘটনা হচ্ছে। সড়কে বিশৃংখলার সৃষ্টি হচ্ছে। অনেকের মটর সাইকেলের কাগজপত্র নেই, ড্রাইভিং লাইসেন্সও নেই। বেপরোয়া সাইকেল চালানো বন্ধ ও দূর্ঘটনা রোধে এই কঠোর অভিযান। আজ ও শহরের ভিবিন্ন যায়গায় চেকপোস্ট বসিয়ে মটর সাইকেল আটক করতে দেখা যায়।পুলিশের এই অভিযানে  শহরের বাসিন্দা অনেকেউ সন্তোষন্ট, তারা চান পুলিশ যেন নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনা করে ।

Leave a Reply

Your email address will not be published.