ঢাকা, বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪, ০১:৫০ অপরাহ্ন
বাংলাদেশকে করোনার জরুরি সামগ্রী দিচ্ছে যুক্তরাষ্ট্র
Reporter Name

বাংলাদেশকে করোনাভাইরাস মোকাবিলায় জীবনরক্ষাকারী জরুরি সামগ্রী দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) সহায়তায় বাংলাদেশকে জীবনরক্ষাকারী এসব জরুরি সামগ্রী দিচ্ছে।

শনিবার ইউএসএইড এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজার হাজার স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ২ মিলিয়নের (২০ লাখ) বেশি পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ট্রাভিস বিমানঘাঁটি থেকে বিমানবাহিনীর সি-১৭ ফ্লাইট ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত বিমানবাহিনীর ট্রাভিস ঘাঁটিতে বাংলাদেশে পাঠানোর জন্য বোঝাই হওয়া কোভিড-১৯ মহামারিতে জীবনরক্ষাকারী জরুরি সামগ্রী ঘুরে দেখেছেন।

সেক্রেটারি অব ডিফেন্স লয়েড অস্টিন বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের বিষয়টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ।  আমার বিশ্বাস, এই সহায়তা আমাদের মজবুত ও ক্রমবিকাশমান বন্ধনের দৃষ্টান্ত। বাংলাদেশের জনগণকে সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ও ট্রাভিস বিমান বাহিনীঘাঁটিকে তাদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই।

করোনা প্রতিরোধে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় দাতা দেশগুলোর একটি। যুক্তরাষ্ট্র এ পর্যন্ত বিভিন্ন সংস্থার মাধ্যমে ৮০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  করোনা প্রতিরোধে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশেই রয়েছে। যুক্তরাষ্ট্র  স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে এবং ২০২২ সালে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ৫০ বছর উদযাপন কবে।

Leave a Reply

Your email address will not be published.