ঢাকা, মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪, ১০:১১ অপরাহ্ন
মৌলভীবাজার শহরের জলবদ্ধতার কারণ চিহ্নিত করে পদক্ষেপ
অনলাইন ডেস্ক

মৌলভীবাজার শহরের জলবদ্ধতার কারণ চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া হয়েছে। শহরের ভেতর দিয়ে প্রবাহিত কুদালীছড়ার পৌর এলাকার বাহিরে গ্রাম এলাকায় বিশাল কচুরিপানার স্তুপের কারণে পানি নিষ্কাষণ বাধাগ্রস্ত হচ্ছে।

ফলে শহর এলাকার কয়েকটি স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাসা বাড়িতে পানি প্রবেশ করেছে।

পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের মধ্যে সমন্নয় না থাকায় হঠৎ বৃষ্টি হলে কচুরিপানার স্তুপের কারণে পৌর সভা অংশে দেখা দেয় জলাবদ্ধতা।

শনিবার (৫ জুন) সকাল থেকে কচুরিপানার অপসারণ করতে পৌর মেয়র ফজলুর রহমানের নেতৃত্বে ৩০ জন শ্রমিক নিয়ে শহর অংশে পলিথিন ও প্লাষ্টিক সামগ্রী অপসারণের কাজ করেন। পরে পৌর এলাকার বাহিরে মোস্তফাপুর ও গিয়াসনগর ইউনিয়নের জগন্নাথপুর, কাইঞ্জার হাওর, আজমেরু, ভুজবল ও অফিসের বাজারসহ বিভিন্ন স্থানে কুদালী ছড়ার স্থানে স্থানে কচুরীপানার স্তুপ অবসারণের কাজ চালান।

মৌলভীবাজার পৌর মেয়র মো. ফজলুর রহমান জানান, মোস্তফাপুর, গিয়াসনগর ইউনিয়ন ও পৌর সভার মধ্যে সমন্নয়ে কাজ করলে কচুরিপানার স্তুপ কোনোভাবেই লেগে থাকতো না।

তিনি জানান, কোদালীছড়াটি বর্ষা মৌসুমে শহরবাসীর দুর্ভোগের কারণ হলে বর্তমান মেয়রের ঐকান্তিক প্রচেষ্টার ফলে ছড়াটিতে অবাধ পানি প্রবাহ নিশ্চিত করে গত কয়েকবছর শহরের বাসাবাড়িতে পানি ওঠা বন্ধ ছিল। সুত্র বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply

Your email address will not be published.