ঢাকা, রবিবার ০৬ অক্টোবর ২০২৪, ০২:০৪ পূর্বাহ্ন
চীনের সিনোফার্মের করোনা টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা
অনলাইন ডেস্ক

চীনের সিনোফার্ম থেকে করোনার টিকা পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এরইমধ্যে অপ্রকাশিত চুক্তির শর্ত লঙ্ঘন করায় ক্ষোভ জানিয়েছে চীন।

ডোজ প্রতি ১০ মার্কিন ডলারে বাংলাদেশকে দেড় কোটি করোনা টিকা দেয়ার চুক্তি করে চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ- সিনোফার্ম। তবে চীনের পক্ষ থেকে শর্ত ছিল, প্রকাশ করা যাবে টিকার মূল্য।

সেই শর্ত লঙ্ঘন করে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার জানিয়ে দেন টীকার দাম। এতেই বাধে বিপত্তি। টিকার দাম জনসম্মুখে চলে আসায় চীনের পক্ষ থেকে প্রকাশ করা হয় ক্ষোভ। তৈরি হয় ১০ ডলারে টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা। যদিও চীনের কাছে এরইমধ্যে দুঃখপ্রকাশ করেছে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘চীন বাংলাদেশকে পছন্দ করে। যার ফলে তারা বাংলাদেশের কাছে খুব ডিসকাউন্ট মূল্যে টিকা বিক্রি করছে। কিন্তু অন্যান্য দেশে একই টিকা দুই-তিন গুণ দামে বিক্রি করেছে। এখন এটা বের হয়ে যাওয়ার ফলে ঐ দেশগুলো চীনকে চাপে রেখেছে। চীন বিষয়টি বাংলাদেশকে জানিয়েছে। আমরা বলেছি, ভবিষ্যতে এরকম হবে না।’

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, শিগগিরই আমেরিকার থেকে টিকা আসবে বাংলাদেশে । মন্ত্রী বলেন, ‘গুড় নিউজ হচ্ছে, আমরা শিগগিরই আমরেকি থেকে কিছু টিকা পাব। কখন পাবো, সেটা বলে নাই। তবে পাবো, সেটা বলেছে।’

জুনে প্রথম চালানে ৫০ লাখসহ ডোজসহ তিন মাসে সিনোফার্মের পক্ষ থেকে মোট দেড় কোটি ডোজ টিকা পাওয়ার কথা বাংলাদেশের।

Leave a Reply

Your email address will not be published.