ঢাকা, মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন
নীলফামারীতে ঝড় হাওয়া
জাকির, জেলা প্রতিনিধি, নীলফামারী

কয়েক দিন ধরে কাঠ ফাটা রোদ সূর্য থেকে নেমে আসছে পৃথিবীতে সাথে প্রচন্ড তাপ।রোদে আর তাপে কাক পাখির ঠোট দুটো হয়ে যায় ফাঁক।

এমন তীব্র রোদ আর তাপের পর আজ ৪ জুন’২১ সন্ধ্যা নামার আগে অর্থাৎ গোধুলি বিকেল ৬:৫০ মিনিটে নীলফামারীতে নামে ঝড় হাওয়া।  আকাশ কালো মেঘে ঠেকে যায়।ভয় পেয়ে বিদ্যুৎ লেজ গুটিয়ে চলে যায়।

সুযোগ পেয়ে ঝর আর হাওয়া একই সাথে নেমে আসে। আধা ঘন্টা ধরে এই ঝড় হাওয়া চলতে থাকে। ঝড়ে অনেক জায়গায় রাস্তা কিংবা বাড়িতে গাছ ভেঙ্গে পরেছে।

x