ঢাকা, শনিবার ২১ জুন ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
করোনা, ভারতে ধীরে ধীরে কমে আসছে মৃত্যু্র সংখ্যা
অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে ভারতে মৃত্যু ধীরে ধীরে কমে আসছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন দুই হাজার ৭১৩ জন।  এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৪০ হাজার ৭০২ জনে।

শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৭১৩ জনের। এর আগে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল দুই হাজার ৮৮৭ জনের। অর্থাৎ মৃত্যু ধীরে ধীরে কমছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে এক লাখ ৩২ হাজার ৩৬৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত দুই কোটি ৮৫ লাখ ৭৪ হাজার ৩৫০ জন।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় লকডাউন আরোপসহ নানা পদক্ষেপ নেয় ভারত সরকার।  ফলে সংক্রমণ ও মৃত্যু ধীরে ধীরে কমছে।

x