ঢাকা, বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন
বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ কোটির ওপরে
Reporter Name

যুক্তরাষ্ট্রে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর মস্তিস্কে রক্ত জমাট বেঁধে ৭ জনের মৃত্যু

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ৮ লাখ ছাড়িয়েছে। ইউরোপজুড়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ৬ মাসের মধ্যে ভারতে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

যুক্তরাষ্ট্র ও ল্যাটিন অ্যামেরিকার দেশগুলোতেও বাড়ছে করোনার প্রকোপ। অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর মস্তিস্কে রক্ত জমাট বেঁধে ৭ জনের মৃত্যুর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ইউরোপের বিভিন্ন দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ফ্রান্সে এই বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগি করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে স্থানান্তরিত হয়েছেন। একদিনে ৪৬ হাজারের বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে দেশটিতে। মৃত্যু হয়েছে তিনশর বেশি।

তুরস্কে গত ২৪ ঘণ্টার ৪২ হাজারের বেশি আক্রান্তের রেকর্ড। মৃত্যু হয়েছে ১শ ৮০ জনের। ইটালিতে গত ২৪ ঘণ্টায় ২১ হাজারের বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪শ ৮১ জনের। পোল্যান্ডে একদিনে ৫শ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ত্রিশ হাজারের বেশি। রাশিয়ায় করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২ লাখ ২৫ হাজারের বেশি মানুষের প্রাণহানী হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.