ঢাকা, শনিবার ১৪ জুন ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
জয়পুরহাটে এক দিনে করোনায় আক্রান্তের সংখ্যা ৫১জন
জেলা প্রতিনিধি, জয়পুরহাট

জয়পুরহাট জেলায় এক দিনে ৫১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানিয়েছে।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩২ জন।

জেলা সিভিল সার্জন ডা.ওয়াজেদ আলী বলেন, জেলায় মোট ১৫ হাজার ৫৮৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১ হাজার ৮৩২ জনের এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৬ জন। এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন ১২ জন। বর্তমানে করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন ১৫৩ জন।

তাদের মধ্যে ১৬ জন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন। অন্যরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন।তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান

x