ঢাকা, বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩, ০৮:১৪ পূর্বাহ্ন
সংঘর্ষে দাদাকে বাঁচাতে গিয়ে আহত ৫ বছরের শিশু, হাসপাতালে
স্টাফ রিপোর্টার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে দাদাকে বাঁচাতে গিয়ে ফাইয়াজ হোসেন (৫) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে স্থানীয়রা পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

এ সময় অঞ্জিনা বেগম ও হৃদয় (৫) নামে আরো ২ শিশু আহত হয়েছে। বুধবার দুপুরে ওই উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীরামপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছমির আলী ও জাফর আলী গং দের সংঘর্ষ বাঁধে। এ সময় জাফর আলী, আবু ছালেক, অহিদুল ইসলামসহ কয়েকজন দলবদ্ধ হয়ে হয়ে প্রথমে ছমির আলীকে মারধর শুরু করে।

পরে তাকে বাঁচাতে তার ছেলের বউ অঞ্জিনা বেগম ও তার দুই নাতি এগিয়ে আসলে ছোট্ট শিশু ফাইয়াজ হোসেনের মাথায় আঘাত করে। এতে ফাইয়াজ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.

x