ইরানের নৌবাহিনীর সব চেয়ে বড় জাহাজটি তলিয়ে গেল ওমান উপসাগরে। বুধবার রাতে জাহাজটিতে আগুন লেগে যায়। ঘণ্টাখানেক দাউ দাউ করে জ্বলার পর তা তলিয়ে যায় সমুদ্রে। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে এখানো কোনো মন্তব্য করেনি ইরান সেনাবাহিনী।
ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১২০০ কিলোমিটার দূরে ওমান উপসাগরে মহড়ার জন্য গিয়েছিল ইরান নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজ খড়গ। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওমান উপসাগরে রাত প্রায় দুটো নাগাদ জাহাজটিতে আচমকাই আগুন লেগে যায়। আগুন নেভানোর চেষ্টা করা হলেও কোনোভাবেই তা নিয়ন্ত্রণে আনা যায়নি। ফলে জাহাজ ছেড়ে পালাতে শুরু করেন নৌসেনার জওয়ানরা। পিছনে গল গল করে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই জাহাজটি ডুবে যায়। তবে এই ঘটনায় প্রাণহানির কথা জানা যায়নি।
ইরানের সংবাদমাধ্যমগুলোর দাবি, স্থানীয় সূত্রে তারা জানতে পেরেছে, ইঞ্জিনরুমে আগুন লেগেই এই বিপত্তি ঘটেছে। কিন্তু কী ভাবে আগুন লাগল, তা স্পষ্ট নয়।
… [Trackback]
[…] Find More here to that Topic: doinikdak.com/news/21822 […]