ঢাকা, বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন
রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ওই ৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে মঙ্গলবার থেকে বুধবার বিকাল পর্যন্ত আরও সাতজনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে ৯ জন মারা গেছেন।

মৃতদের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, নওগাঁয়ের একজন ও পাবনার একজন করে মারা গেছেন।

করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে এসেছিলেন তারা। সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বাড়ছেই। আগের দিনের তুলনায় রোগী বেড়ে দাঁড়িয়েছে ২২৪ জনে। আগের দিন ভর্তি ছিলেন ২২০ জন।

গত ২৪ মে থেকে ৩ জুন পর্যন্ত ১১ দিনে হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৭৭ জন। এই ৭৭ জনের মধ্যে ৪৬ জন করোনায় আক্রান্ত ছিলেন।

2 responses to “রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯ জনের মৃত্যু”

  1. … [Trackback]

    […] Find More here to that Topic: doinikdak.com/news/21776 […]

  2. … [Trackback]

    […] Here you will find 51682 more Info to that Topic: doinikdak.com/news/21776 […]

Leave a Reply

Your email address will not be published.

x