ঢাকা, শনিবার ১২ অক্টোবর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন
গৃহকর্তার ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী গৃহকর্মী হাসপাতালে ভর্তি
অনলাইন ডেস্ক

সিলেট নগরীর পাঠানটুলা থেকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে বোরহান উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পাঠানটুলার মোহনা ১৩০ নম্বর বাসার মৃত আনোয়ার মিয়ার ছেলে। জালালাবাদ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

তার বিরুদ্ধে বাক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গত ৩১ মে মামলা দায়ের করা হয়। ওই তরুণী বর্তমানে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় তাকে সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ২৬ বছর বয়সী ওই তরুণী একজন বাক প্রতিবন্ধী। তিনি পাঠানটুলার মোহনা ১৩০ নম্বর বাসার বোরহান উদ্দিনের বাসায় কাজ করতেন। ওই বাসার মালিক বোরহান উদ্দিন তরুণীকে ধর্ষণ করেন।

তরুণীর পরিবার দাবি করেছে, তরুণী এখন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। সেজন্য তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, ওই তরুণী আসামির বাসায় কাজ করতেন। তাকে ধর্ষণ করার অভিযোগে আসামি বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিম বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

4 responses to “গৃহকর্তার ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী গৃহকর্মী হাসপাতালে ভর্তি”

  1. … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/21707 […]

  2. jarisakti says:

    … [Trackback]

    […] Read More to that Topic: doinikdak.com/news/21707 […]

  3. … [Trackback]

    […] There you will find 79510 more Information to that Topic: doinikdak.com/news/21707 […]

Leave a Reply

Your email address will not be published.