ঢাকা, বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩, ০৮:৪১ পূর্বাহ্ন
বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতন, মূল অভিযুক্ত গুলিবিদ্ধ
অনলাইন ডেস্ক

ভারতের বেঙ্গালুরুতে সম্প্রতি এক বাংলাদেশি তরুণীকে বর্বর নির্যাতন ও যৌন হয়রানির ঘটনায় মূল অভিযুক্ত পুলিশের গুলিতে আহত হয়েছেন। এসময় তাকে গ্রেফতার করতে গিয়ে ছুরির আঘাতে আহত হন দুই পুলিশ সদস্য। স্থানীয় সময় সকাল পৌনে ৭টার দিকে আভালাহাল্লি এলাকার রামপুরা লেকের কাছে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্তের নাম সবুজ। ৩০ বছর বয়সী এ যুবকের পায়ে গুলি লেগেছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, তরুণীকে নির্যাতনের ঘটনার পর থেকেই পলাতক ছিল সবুজ। তাকে প্রথমে একটি আবর্জনার স্তূপ থেকে গ্রেফতার করে পুলিশ। তবে পুলিশের গাড়িতে ওঠানোর পরপরই প্রস্রাব করতে চান সবুজ। গাড়ি না থামালে এর ভেতরেই প্রস্রাব করে দেবেন বলে হুমকি দেন তিনি।

পরে গাড়ি থেকে নামতেই পালানোর চেষ্টা করেন অভিযুক্ত যুবক। এসময় দুই পুলিশ সদস্য তাকে ধরতে গেলে তাদের ছুরিকাঘাত করেন সবুজ। এতে দুইজনেরই হাতে জখম হয়। এরপর সবুজের পায়ে গুলি করে তাকে ফের গ্রেফতার করেন সঙ্গে থাকা পুলিশ উপপরিদর্শক শিবারাজ।

Leave a Reply

Your email address will not be published.

x