ঢাকা, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন
যুক্তরাজ্য থেকে আসলে আর হোটেল কোয়ারেন্টিন নয়
Reporter Name

থেকে সিলেট আসা যাত্রীদের কোয়ারেন্টিনে থাকা নিয়ে নানা অনাকাঙ্খিত ঘটনা রোধে এবং যুক্তরাজ্যে করোনা পরিস্থিতির উন্নতি লাভ করায় সরকার লন্ডন থেকে সিলেটে আসা যাত্রীদের কোয়ারেন্টিন কিছুটা শিথিল করেছেন। এখন থেকে বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিনের পরিবর্তে বাধ্যতামূলকভাবে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন সম্পন্ন করতে হবে।

বৃহস্পতিবার বেবিচক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এই প্রজ্ঞাপন ৩ এপ্রিল থেকে কার্যকর হবে এবং ১৮ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোভিড-১৯’র টিকা নেওয়া থাকলেও বাংলাদেশে আসা সব যাত্রীর অবশ্যই আরটি-পিসিআরভিত্তিক করোনাভাইরাসের নেগেটিভ সনদ থাকতে হবে। এই পরীক্ষা করাতে হবে ফ্লাইট ছাড়ার ৭২ ঘণ্টার মধ্যে। দেশে আসা যাত্রীদের মধ্যে কোভিড-১৯’র কোনো লক্ষণ পাওয়া না গেলেও বাধ্যতামূলকভাবে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন সম্পন্ন করতে হবে।

যদি করোনার লক্ষণ দেখা যায়, তবে বাধ্যতামূলকভাবে সরকারি ব্যবস্থাপনায় অথবা যাত্রীর নিজ ব্যয়ে সরকার অনুমোদিত হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

একই প্রজ্ঞাপনে যুক্তরাজ্য ছাড়া ইউরোপ ও আরও ১২ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই ১২টি দেশ হচ্ছে— আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশ ও বিশ্বজুড়ে চলমান করোনা মহামারি পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে, যাত্রীদের শুধুমাত্র টার্মিনাল ভবনের ভেতরে রাখার শর্তে এসব দেশের এয়ালাইনন্সগুলোর শিডিউল ফ্লাইটে ট্রানজিট যাত্রীদের বাংলাদেশে আনার অনুমতি দেওয়া হবে

Leave a Reply

Your email address will not be published.

x