ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন
হেফাজতে ইসলাম আমির বাবুনগরী বলেছেন বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পবিত্র দিন
Reporter Name

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘আমাদের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী একটি পবিত্র দিন। এই পবিত্র দিনকে অপবিত্র করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করি। আমরা সরকার বিরোধী নই। যারা মুসলমানের শত্রু, যারা আল্লাহ ও রাসুলের দুষমন, যারা বিনা বিচারে মাদ্রাসাছাত্রদের গুলি করে হত্যা করে আমাদের অবস্থান তাদের বিরুদ্ধে।’

পুলিশ-ছাত্র সংঘর্ষে হাটহাজারীসহ বিভিন্ন এলাকায় ছাত্র নিহতের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাটহাজারী মাদ্রাসা সম্মুখস্থ ডাকবাংলো চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জুনায়েদ বাবুনগরী আরো বলেন, ‘আমরা দেশকে ভালবাসি। দেশের স্বাধীনতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা জুমার খুৎবায় দেশের জন্য দোয়া করি। আমাদের আন্দোলন নাস্তিকদের বিরুদ্ধে। এই আন্দোলন চলতে থাকবে।’

তিনি বলেন, ‘গত ২৬ মার্চ পুলিশের বর্বরোচিত হামলায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের সু-চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং যে ৩৬ জনের নামে মামলা হয়েছে সেগুলোসহ হয়রানিমূলক সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।’

হাটহাজারী উপজেলা হেফাজতের ব্যবস্থাপনায় আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সভাপতি ও হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা মাওলানা শোয়াইব জমিরী। উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হোসাইন, যুগ্ন সম্পাদক মাওলানা এমরান সিকদার ও সাংগঠনিক সম্পাদক মাওলানা কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মুফতী মুহাম্মদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস, কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক আহসান উল্লাহ, কেন্দ্রীয় সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাওলানা জুনাইদ বিন ইয়াহইয়া। সূত্র সমকাল 

Leave a Reply

Your email address will not be published.

x