ঢাকা, শনিবার ১৮ জানুয়ারী ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
নীলফামারীর ডিমলায় সোলার প্যালেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
জাকির, জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলার ৭ নং খালিশা চাপানি ইউনিয়নের মধ্যে মনুহারা চড় এলাকাবাসীদের সঙ্গে বাংলা সান সোলার প্যানেল এনার্জি লিমিটেডের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩১ মে) সকালে মনুহারা চড় জামে মসজিদ মাঠে বাংলা সান সোলার প্যানেল এনার্জি লিমিটেডের ওই এলাকার ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী সদস্য সভাপতি শিক্ষক হাসানুর রহমান হাসান এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

চলতি মৌসুমে বাংলা সান সোলার প্যানেল এনার্জি লিমিটেড কার্যক্রম পরিচালনার জন্য মাটি পরীক্ষার নিমিত্তে আর যেন কেউ জোর পূর্বোক চাষাবাদ না করে, তাছারা তারা যেন অর্থনৈতিক ভাবে ক্ষতি গ্রস্থ না হয় এবং প্রজেক্টের জমি যারা যে যতখানি চাষাবাদ করেন মাটি পরীক্ষার স্বার্থে প্রতি কেজি ধান ২৬ টাকা দরে ক্রয় করা হবে।

তাই সকলে সমবেতভাবে বাংলা সান সোলার প্যানেল এনার্জি লিমিটেড যেন বাস্তবায়ীত হয় সে ব্যাপারে সহযোগিতা চেয়ে উপস্থিত লোকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার প্রশান্ত শাহা, কমিউনিটি লিআইসন অফিসার সুমাইয়া সীমা, স্ট্রোক হোল্ডার সুখেন্দ্র নারায়ণ চৌধুরী, মিজবাহ আহমেদ, ল্যান্ড এজেন্ট রবিউল ইসলাম শুকারু প্রমূখ।

x