ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন
মোঃ মজিবর রহমান শেখ

আসুন আমরা প্রতিজ্ঞা করি জীবন বাঁচাতে তামাক ছাড়ি’ এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁও জেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। তামাকমুক্ত দিবস উপলক্ষে  ৩১ মে সোমবার দুপুরে ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। পরে সিভিল সার্জন সভাকক্ষে তামাকমুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোসফেকুর রহমান , ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফিরোজ জামান জুয়েল, সাবেক ক্রীড়া কর্মকর্তা আবু মহিউদ্দীন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আশীষ কুমার সাহা প্রমুখ।  সভায় বক্তারা বলেন, সমাজে যারা ধুমপানসহ মাদকের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের নিয়মিত কাউন্সিলিং করতে হবে। যাতে করে মানুষ এই তামাক থেকে দুরে থাকে। তামাকমুক্ত থাকতে পারলে ভাল থাকবে দেশে, ভালো থাকবে মানুষ

x