ঢাকা, বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩, ০৫:২৯ অপরাহ্ন
দক্ষভাবে বাংলা জানলে ফেসবুকে মিলবে কাজের সুযোগ
অনলাইন ডেস্ক

দক্ষভাবে বাংলা লিখতে ও পড়তে পারলে চাকরি পাওয়া যাবে ফেসবুকে। সঙ্গে কম্পিউটার-সম্পর্কিত বিষয়েও হতে হবে পারদর্শী। সম্প্রতি ফেসবুক বাংলা ল্যাঙ্গুয়েজ ম্যানেজারের পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে যারা নিয়োগ পাবেন তাদের ফেসবুকের দিল্লির গুরুগ্রাম অথবা সিঙ্গাপুর অফিসে কাজ করতে হবে।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন যে কেউ। এ পদে আবেদনের জন্য প্রার্থীর কী কী যোগ্যতার দরকার ফেসবুক তা বলে দিয়েছে।

প্রার্থীর যোগ্যতা:

এ পদে আবেদন করতে হলে প্রার্থীকে তিন বছরের ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া বিভিন্ন ধরনের পর্যালোচনা লেখা, অনুবাদ ও সম্পাদনার কাজ জানতে হবে। বাংলা ভাষায় দক্ষ ও ইংরেজি ভাষায় ‘ব্যবসায় দক্ষতা’ থাকতে হবে। কর্মীদের ট্রেনিং দেওয়া ও তাদের নানা কাজে সহায়তা করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন এ পদে আবেদনকারী প্রার্থীর। এ পদে আবেদনকারী প্রার্থীকে বাংলা সংস্কৃতির ও ট্রেন্ডের সঙ্গে পরিচিত থাকতে হবে। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

‘ল্যাঙ্গুয়েজ ম্যানেজার’ হিসেবে কাজ করতে ইচ্ছুক প্রার্থীরা আন্তর্জাতিক পাঠকদের কাছে ফেসবুকের নানা পরিষেবা ভালো মানের অনুবাদের মাধ্যমে পৌঁছে দিতে সাহায্য করবে। প্রত্যন্ত এলাকার অফিস ও আঞ্চলিক স্টেক হোল্ডারদের সঙ্গে সমন্বয় করে কাজ করে ফেসবুক। তাই যারা ফেসবুকের এ পদের আবেদন করতে চান তাদের প্রত্যন্ত এলাকায় ভিন্ন টাইম জোনে অবস্থিত দলের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে।

দায়িত্ব কী কী:

ইংরেজি থেকে বাংলায় বিভিন্ন ধরনের কনটেন্ট ও নথি অনুবাদ করতে হবে। ভাষাগত ও কার্যকরী সমস্যাগুলোকে নির্ধারণ করতে হবে। কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে, যাতে তারা সঠিক মানের অনুবাদ করতে পারেন।

ফেসবুকে চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

One response to “দক্ষভাবে বাংলা জানলে ফেসবুকে মিলবে কাজের সুযোগ”

  1. HoyleCohen says:

    … [Trackback]

    […] Find More Information here to that Topic: doinikdak.com/news/21128 […]

Leave a Reply

Your email address will not be published.

x