ঢাকা, রবিবার ০৪ জুন ২০২৩, ০৭:৫৪ অপরাহ্ন
ভোলায় জোয়ারের পানিতে ভেসে আসা হরিণ বনে অবমুক্ত
আর জে শান্ত, ভোলা

ভোলা জেলার মনপুরা উপজেলায় গহিন বন থেকে জোয়ারের পানির সাথে ভেসে আসা দুটি চিত্রল হরিণ কে বনে অবমুক্ত করা হয়েছে। গত কাল সোমবার (৩১ মে) সকাল ১০ টা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কালকিনি বিট এলাকার উত্তরে পুরাতন গহিন অরণ্যে ভোলা বন বিভাগের কর্মীরা হরিণ দুটি কে অবমুক্ত করেন। এর মধ্যে একটি পুরুষ হরিণ ৬ মাস বয়সের এবং ৫/৬ কেজি ওজনের। অন্য টি ১ বছর বয়সী ৯/১০ কেজি ওজনের।

ভোলা জেলা বন বিভাগের চালচর রেঞ্জের কালকিনি বিট কর্মকর্তা এস এম আমির হামজা সকালে জানান গত বৃহস্পতিবার ঘৃর্ণিঝড় ইয়াসের প্রভাবে অতি জোয়ারের স্রোতে চর নিজামের কেওড়া বাগান থেকে হরিণ দুটি ভেসে আসলে পার্শবর্তী কালকিনি বিট অফিসের কর্মীরা উদ্ধার করেন। উদ্ধারের সময় হরিণ দুটি অসুস্থ ছিলো

আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলি। আবহাওয়ার উন্নতি হলে আজ তাদের কেওড়া বনে অবমুক্ত করা হয়। এ। সময় বন বিভাগের কর্মকর্তা রা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

x