ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন
রাজশাহী মেডিকেলে করোনায় আরও ৭ জনের মৃত্যু
Reporter Name

(রামেক) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও সাতজন রোগী মারাগেছেন।
সোমবার (৩১ মে) থেকে মঙ্গলবার (১ জুন) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় যে সাতজন মারা গেছেন তাদের মধ্যে পাঁচজনই করোনা পজিটিভ ছিলেন। অন্য দুজন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন ও নওগাঁর একজন, রাজশাহীর একজন, নাটোরের দুইজন রয়েছেন। এ নিয়ে গত আট দিনে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৬২ জন। যার মধ্যে ৩২ জন করোনা শনাক্ত রোগী।’

হাসপাতাল পরিচালক আরও জানান, সোমবার পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে ২১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে পজেটিভ রোগী ৯১ জন।

গত ২৪ ঘণ্টায় মোট ৩৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে। নতুন ৩৭ জনের মধ্যে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি রয়েছেন মোট ১৬ জন।

One response to “রাজশাহী মেডিকেলে করোনায় আরও ৭ জনের মৃত্যু”

  1. Es muy difícil leer los correos electrónicos de otras personas en la computadora sin conocer la contraseña. Pero a pesar de que Gmail tiene alta seguridad, la gente sabe cómo piratear secretamente una cuenta de Gmail. Compartiremos algunos artículos sobre cómo descifrar Gmail, piratear cualquier cuenta de Gmail en secreto sin saber una palabra. https://www.xtmove.com/es/how-to-hack-gmail-account-without-password-and-track-other-email/

Leave a Reply

Your email address will not be published.

x