পটুয়াখালীর দুমকিতে মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ ও অতিক্তি মূল্যে পণ্য বিক্রির অপরাধে ৫ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার (৩১মে) উপজেলার মুরাদিয়ার বোর্ড অফিস বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ টিম এসব ব্যবসা প্রতিষ্ঠানে মোট তের হাজার টাকা জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল অঞ্চলের উপ-পরিচালক খন্দকার আনোয়ার হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম বোর্ড অফিস বাজারের মেসার্স রুহুল আমীন ষ্টোর্সকে ৩হাজার, সৈয়দ ষ্টোর-৫হাজার, শাহিন ষ্টোর্স-৩হাজার, সোহরাব ষ্টোর্স-১হাজার, রাকিবুল ষ্টোর্সকে ১হাজার সর্বমোট ১৩হাজার টাকা জরিমানা করেছেন
এসময় বরিশাল অঞ্চলের সহকারি পরিচালক সাপিয়া সুলতানা, পটুয়াখালীর দায়িত্বরত সহকারি পরিচালক মো: সেলিম মিয়া ও র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply