ঢাকা, রবিবার ০৪ জুন ২০২৩, ০৬:৫৪ অপরাহ্ন
লাখাইয়ে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইলাল খেলা সম্পন্ন
আশীষ দাশ গুপ্ত হবিগঞ্জ

হবিগঞ্জের  লাখাই উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ ১৭) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ -১৭) ফুটবল টুর্নমেন্টের ফাইনাল খেলায়  বিজয়ীদের  মধ্যে  পুরস্কার  বিতরণ অনুষ্ঠান  হয়েছে।

সোমবার ৩১ মে বিকালে বিপুল দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনা আর আন্দনঘন পরিবেশে উপজেলার মশাদিয়া ফুটবল মাঠে (প্রস্তাবিত শেখ রাসেল মিনি ফুটবল স্টেডিয়ামে) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ ১৭) এর এই চূড়ান্ত খেলাটি অনুষ্টিত হয়।

তীব্র প্রতিযোগিতামূলক ফাইনাল খেলায় ০-১ গোলে করাব ইউনিয়ন একাদশ মুড়াকরি ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় । এ নিয়ে করাব ইউনিয়ন একাদশ দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে ও উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক ফজলে এলাহী ফরহাদের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. মুশফিউল আলম আজদ। এসময় তিনি বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন।

পুুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা, করাব ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আব্দুল হাই কামাল, মোড়াকরি ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সল, মুড়িয়াউক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, পবিস ডাইরেক্টর আব্দুল মতিন মাষ্টার, উপঃ আ.লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আহম্মদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এডভোকেট  আজাদ বলেন-ফুটবল আমাদের পুরনো ঐতিহ্যের একটি অংশ। গ্রামবাংলার এই ঐতিহ্য যুব সমাজে অব্যাহত রাখতেই এই উদ্যোগ।

খেলাধুলার মাধ্যমে দেশের সুনাম ধরে রাখার আহবান জানিয়ে তিনি বলেন-খেলাধুলা মনোযোগ বাড়িয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য শুক্রবার বিকাল ৩টায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে উপজেলার ৬টি ইউনিয়নের ৬টি দল অংশ গ্রহণ করে। খেলায় রেপারী হিসাবে দায়িত্ব পালন করেন আব্দুল মতিন, শরিফ উদ্দিন ও শামসুল হক।

Leave a Reply

Your email address will not be published.

x